Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্বী বাংলাদেশ সরকার

মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়

নবাবগঞ্জ, দিনাজপুর।

 

 

ক্রমিক নং

কার্যক্রম

সেবার ধরন

সেবা গ্রহণকারী ব্যাক্তি/ সংস্থা

  সেবা প্রাপ্তির সময় সীমা

মন্তব্য

01

বৃত্তি মূলক প্রশিক্ষণ 

বিভিন্ন ধরনের আয়বর্ধক ও ব্যাবহারিক প্রশিক্ষণের মাধ্যামে মহিলাদের আত্মকর্মসংস্থানের ব্যাবস্থা করা। প্রধান কার্যলয়ে বিভিন্ন ট্রেড প্রশিক্ষণ সহ জেলা/ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ যেমন, এমব্রয়ডারী ও সেলাই প্রশিক্ষণ, উন্নত জাতের হাঁসের মুরগি, গাবাদী পশু পালন, মৎস চাষ শাক সবজি চাষ, বৃক্ষরোপন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষন প্রদান।

দেশের দুঃস্থ দরিদ্র নারী

আবেদনের পর ১৫ থেকে ৩০ দিনের মধ্যে

নির্ধারিত আসন শূন্য সাপেক্ষে

02

আর্থ- সামাজিক উন্নয়ন ও সামিজিক সুরক্ষা কর্মসূচী

ভিজিটি কর্মসূচীর আওতায় দারিদ্র সীমার নীচে বসবাস কারী মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষণ প্রদান, ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িত করণ। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্জকারী মহিলাদের কে (ক) দুই বছর ধরে খাদ্য ও আথিক সুবিধা প্রদান কারা, (খ) আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেয়া, (গ) ভিজিডি চক্র কোষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের সুবিধা প্রদান করা।

দরিদ্র অসহায় ও দুঃস্থ গ্রামীণ মহিলা

০২ (দুই) বছর

 

03

মাতৃত্বকালীন ভাতা প্রদান

দরিদ্রতার জন্য মাতৃকালিন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/(তিনশত পঞ্চাশ) টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়া সন্তান প্রসাবের পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা।

দরিদ্র দুঃস্থ অসহায় ও স্বামী পরিত্যক্ত মহিলাদের

০২(দুই) বছর

 

 

 

ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় মহিলাদের ও প্রশিক্ষিত নারীদের আত্ম- কর্ম সংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা। এই কার্যক্রমের মাধ্যামে বিভিন্ন আওতায় ১ থেকে ১৫০০০/(পনের হাজার) টাকা পর্যন্ত সহজ শর্তে  ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহিতাদের মূল টাকার সঙ্গে শুধু মাত্র ৫% থেকে ১০% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

কর্মক্ষন প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী

আবেদন প্রাপ্তির ১ মাসের মধ্যে মূল্যায়ন এবং বরাদ্দকৃত তহবিলে টাকা থাকা সাপেক্ষে ঋণ বিতরন করা হয়।

 

04

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা ) আইন- ২০১০

” পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা ) আইন- ২০১০” এর আওতায় প্রদেয় সেবা সমূহ

 

৩০ কার্য দিবস

 

05

নারী ও শিশু নির্যতন প্রতিরোধ কার্যক্রম

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিঠি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে থাকে।

নির্যতিত নারী ও শিশু

আবেদন ও অবহিত হওয়ার প্রক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহণ

 

06

নারি ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল

নারী নির্যাতন প্রতিরোধ সেল দেশে ৬টি বিভাগীয় শহরে নির্যাতিত নারীদের বিনামূল্যে সবধরনের আইন গত সহায়তা প্রদান করে। কাউন্সিলিং এর মাধ্যামে পারিবারিক নির্যাতনের শিকার নারিদের পারিবারিক বিরোধ নিপতি তালাক প্রাপÍ, নারিদের দেনমোহরের টাকা, বিবাদী (স্বামী) নিকট হতে ভরণ ও পোষণ, খোরপোষ ও সন্তানের ভরণ-পোষণ আদায় করা হয়। এছাড়া সেলের আইনজীবীদের মাধ্যমে কোর্টে আইনগত সহায়তা প্রদান করা হয়।

 

আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহণ

 

07

বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র অঙ্গনা

মহিলা বিষয়ক অধিদপÍরের সকল জেলা/ উপজেলা কার্যালায় এবং কার্যালয়ের সাথে রেজিট্রিকৃত নারী সংগঠন, নারী উদ্যোক্তা এবং দুঃস্থ মহিলাদের উৎপাদিত হস্ত শিল্পজাত দ্রব্যাদি বাজার জাত করনের সুযোগ প্রদানের জন্য বিক্রয় ও প্রদেশের ব্যাবস্থা গ্রহণ। এছাড়া এক অঞ্চেলের মহিলাদের প্রযুক্তিগত জ্ঞান ও কলাকৌশল বিনিময় এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সৃষ্টি করণ করা।

রেজিট্রিকৃত নারী সংগঠন, নারী উদ্যোক্তা এবং দুঃস্থ মহিলাগণ

মালামাল আনায়ন স্বাপেক্ষে উক্ত কর্ম দিবস থেকে

দ্রব্যাদি যাচাই বাছাই কমিটির অনুমোদন সাপেক্ষে অঙ্গনোয় মালামাল প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ

08

সেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন।

উন্নয়ন কর্মসূচীকে আরো বিস্তৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যে  সমপ্রসারণ করার লক্ষে সেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রাদান করা।

সক্রিয় সেচ্ছাসেবী মহিলা সমিতি

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন।

নিবন্ধন শর্ত পূরণ সাপেক্ষে

09

বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ (বামকপ)

মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমুহকে আবেদনের ভিত্তিতে, বছরে একবার ১৫০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়। উল্লেখ্য প্রতিবছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০০০০ (চল্লিশ হাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নিবন্ধন কৃত সেচ্ছাসেবী মহিলা সমিতি,

আবেদন প্রাপ্তির ২ বছরের মধ্যে